Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতিমখানা

পরাণখালী ইসলামীয়া এতিমখানাঃ জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের ০৮ নং ওয়ার্ডয়ে  অবস্থিত এতিমখানিা টি ২০০৫ সালে স্থাপিত, জনাব ফারুক আহমেদ প্রতিষ্টান টি প্রতিষ্টা করেন,  প্রধান শিক্ষক হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন মোঃ শিহাবুল ইসলাম, পিতৃ-মাতৃহীন শিশু এবং সন্তান পালনে আর্থিক সঙ্গতিহীন পিতামাতার সন্তানদের প্রতিপালনের জন্য পরিচালিত আবাসিক প্রতিষ্ঠান। বেশিরভাগ এতিমখানা যাকাত বা অন্যান্য ধর্মীয় দানের টাকায় চলে। এতিম শব্দের আভিধানিক অর্থ একাকী বা নিঃসঙ্গ হয়ে যাওয়া, অবজ্ঞা বা অযত্ন প্রদর্শন করা। যে বালক বা বালিকা প্রাপ্তবয়স্ক হবার পূর্বে পিতৃহারা হয়ে পিতৃস্নেহ বঞ্চিত হয়, পারিভাষিক অর্থে তাকে এতিম বলা হয়। বাংলায় এতিমের প্রতিশব্দ হলো অনাথ। ইসলামি সংস্কৃতিতে মাতৃহারা শিশু ও বালকবালিকাকে বলা হয় 'আজিয্যু'। এতিম অবস্থা সাধারণত বয়ঃপ্রাপ্তির পর শেষ হয়ে যায়। ইসলামে এতিমদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ রয়েছে।  সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমাজসেবা অধিদফতর হতে সহযোগিতা প্রদান করা হয়।