Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পরিবার পরিকল্পনা কেন্দ্র
  • কী সেবা কীভাবে পাবেন
  • প্রদেয় সেবাসমুহের তালিকা
  • সিটিজেন চার্টার
  • সাধারণ তথ্য
  • সাংগঠনিক কাঠামো
  • কর্মকর্তাবৃন্দ
  • তথ্য প্রদানকারী কর্মকর্তা
  • কর্মচারীবৃন্দ
  • বিজ্ঞপ্তি
  • ডাউনলোড
  • আইন ও সার্কুলার
  • ফটোগ্যালারি
  • প্রকল্পসমূহ
  • যোগাযোগ

কী সেবা কীভাবে পাবেন

যে সকল সেবা পাবেনঃ-

১। মা  ও শিশু স্বাস্থ্য সেবা  ( বিনা মূল্যে )

     গর্ভবতী সেবা,

     স্বাভাবিক প্রসব সেবা,

     গর্ভোত্তর সেবা,

     এম,আর সেবা,

     নব জাতকের সেবা,

     ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা।

 

২। পরিবার পরিকল্পনা সেবা ( বিনা মূল্যে )

    পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান,

    খাবার বড়ি,

    জন্ম নিরোধক ইনজেকশন,

    আই ইউ ডি/ কপারটি,

    ড্যাসেকটমী/ এনএসডি ( স্থায়ী পদ্ধতি),

    টিউবেকটমী ( স্থায়ী পদ্ধতি ),

    পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ/ ব্যবহার জনিত পার্শ্বপ্রতিক্রিয়া ও জটিলতার সেবা।

 

৩। সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত সেবা

    ই সি পি ০৮ (আট) টাকা,

    কনডম ০১ (এক) টাকা ২০ (বিশ) পয়সা প্রতি ডজন।

 

৪। পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রণীতাকে নিন্মলিখিত সুবিধা দিয়ে থাকে

    আই ইউ ডি / কপারটি এর ক্ষেত্রে ১৫০ (এক শত পঞ্চাশ) টাকা দিতে হবে,

    নরপ্ল্যান্ট/ ইমপ্ল্যান্ট এর ক্ষেত্রে ১৭৫ (এক শত পচাত্তর),

    স্থায়ী পদ্ধতি (পরুষ) ক্ষেত্রে ২০০০  (দুই হাজার) টাকা এবং একটি লুঙ্গী,

    স্থায়ী পদ্ধতি (মহিলা) ক্ষেত্রে ২০০০ (দুই হাজার) টাকা এবং একটি শাড়ী।

 

৫। অন্যান্য সেবা (বিনা মূ্ল্যো প্রদত্ত)

    সাধারণ রোগীর সেবা,

    বয়ঃসন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা),

    স্বাস্থ্য শিক্ষামূলক সেবা।

 

৬। প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরন।